কোহলির ব্যাটে কুপোকাত পাকিস্তান, ৬ উইকেটে জিতল ভারত

বিরাট কোহলি তাঁর ৫১তম ওডিআই শতরান করে ফেললেন, আর ভারত ছয় উইকেটে পাকিস্তানকে হারাল দুবাইয়ে।

প্রথমে ব্যাট করে ২৪১ রান করেছিল পাকিস্তান। বিরাট কোহলির শতরানে ৪৫ বল বাকি থাকতে ৬ উইকেটে জিতল ভারত। এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই নিয়ে পর পর দুই ম্যাচে জয় ভারতের। প্রথমে বাংলাদেশ, আর আজ পাকিস্তানকে হারাল ভারত।

রোহিত শর্মার নেতৃত্বে ভারত ২৪২ রানের লক্ষ্য সহজেই তাড়া করে নেয়। শ্রেয়াস আইয়ার অর্ধশতরান করেন, আর শুভমান গিল যোগ করেন ৪৬ রান।

প্রথমে বল করার আমন্ত্রণ পেয়ে ভারত শৃঙ্খলাপূর্ণ বোলিংয়ে পাকিস্তানকে ২৪১ রানে গুটিয়ে দেয়। ৪৭/২ অবস্থায় বিপর্যস্ত পাকিস্তানকে উদ্ধার করতে সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ান ১০৪ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়েন। শাকিল ৬২ এবং রিজওয়ান ৪৬ রান করেন। তবে এই জুটি ভাঙার পর পাকিস্তান নিয়মিত উইকেট হারিয়ে ২৫০ রানের নিচেই থেমে যায়। ভারতের হয়ে কুলদীপ যাদব ৪০ রানে ৩টি উইকেট নিয়ে সেরা বোলার হন।

Related posts

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?