কলকাতা: শুক্রবার রাত থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরির্বতন হতে শুরু করেছে। কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বজ্র-বিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। বর্ধমানে হয়েছে শিলাবৃষ্টি।
আলিপুর আবহাওয়া দফতর তার পূর্বাভাসে জানিয়েছে শনিবারও এই পরিবর্তন অব্যাহত থাকবে। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টি সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূমে বেশি বৃষ্টি সম্ভাবনা রয়েছে।
গত চার-পাঁচদিন ধরে তীব্র গরমে হাঁসফাঁস করছিল রাজ্যবাসী। উত্তরবঙ্গে সামান্য বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে তীব্র গরম রাতের ঘুম কেড়েছিল। হাওয়া অফিস জানিয়েছিল শনিবার থেকে এই অস্বস্তিকর আবহাওয়ার পরিবর্তন হবে। কিন্তু স্বস্তি দিয়ে শুক্রবার রাত থেকে আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করে।
গরম এড়াতে পাহাড়ে ভিড় বেড়েছে পর্যটকদের। পর্যটন দফতর সূত্রে জানা গিয়েছে দার্জিলিঙে প্রায় কোনও হোটেল এবং হোমস্টে ফাঁকা নেই।
আরও পড়ুন: ‘নামমাত্র দামে রাজ্যে মদ বিক্রি, তাই এত ধর্ষণ’, এমন বিতর্কিত মন্তব্য করে বসলেন শুভেন্দু