রাজ্যে ফের ঝড়বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণের কয়েকটি জেলায় কমলা সতর্কতা

গত সপ্তাহান্তের বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিললেও ফের ঝড়বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে রাজ্যে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত রাজ্যের প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টি হতে পারে। বিশেষ করে দক্ষিণবঙ্গের কিছু জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে, পাশাপাশি সমুদ্র উত্তাল থাকার আশঙ্কায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পের কারণে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। বুধবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, কিছু এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে। শুক্রবার ও শনিবার উত্তরবঙ্গের আট জেলাতেও ঝড়বৃষ্টি হতে পারে।

ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান ও হুগলিতে বৃহস্পতিবার ঝড়বৃষ্টির কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে। কিছু জায়গায় শিলাবৃষ্টিও হতে পারে, সঙ্গে ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। শুক্রবার একই সতর্কতা হাওড়ার জন্যও দেওয়া হয়েছে। শনিবার মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরেও কমলা সতর্কতা জারি করা হয়েছে।

উত্তরবঙ্গের আট জেলায় শুক্রবার ও শনিবার ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকলেও সব জায়গায় তা হবে না। এখানে ঘণ্টায় ৩০-৫০ কিলোমিটার গতির ঝোড়ো হাওয়া বইতে পারে, ফলে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী তিন দিনে তাপমাত্রায় বড় পরিবর্তন না হলেও শনিবারের পর থেকে কিছুটা কমতে পারে গরম।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন