প্রথম পাতা খবর মাত্র ২৫ কিলোমিটার দূর থেকে কেমন দেখতে চাঁদ, অবতরণের আগে ছবি দেখাল চন্দ্রযান-৩

মাত্র ২৫ কিলোমিটার দূর থেকে কেমন দেখতে চাঁদ, অবতরণের আগে ছবি দেখাল চন্দ্রযান-৩

508 views
A+A-
Reset

সোমবার চাঁদের দূরবর্তী এলাকার (চাঁদের অংশ যা পৃথিবী থেকে দেখা যায় না) ছবি প্রকাশ করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO)। এটি ল্যান্ডার হ্যাজার্ড ডিটেকশন অ্যান্ড অ্যাভয়েডেন্স ক্যামেরা (LHDAC) থেকে ধারণ করা হয়েছে। এই ক্যামেরা পাথর বা গভীর খাদবিহীন একটি নিরাপদ অবতরণ এলাকা শনাক্ত করতে সাহায্য করে।

অমদাবাদে অবস্থিত স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার (SAC) এই ছবিগুলি প্রকাশ করেছে। এটি ইসরো-এর একটি প্রধান গবেষণা ও উন্নয়ন কেন্দ্র। মহাকাশ সংস্থার মতে, চন্দ্রযান-৩-এর লক্ষ্য পূরণের জন্য ল্যান্ডারে এলএইচডিএসি-এর মতো বেশ কিছু উন্নত প্রযুক্তি রয়েছে। ১৪ জুলাই চন্দ্রযান-৩ মিশন চালু করা হয়েছিল। এটি ৫ আগস্ট চাঁদের কক্ষপথে প্রবেশ করে।

চাঁদে একটি সফল সফট ল্যান্ডিং করার চেষ্টা করছে ইসরো। যা মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চিনের পরে এই কৃতিত্ব অর্জনকারী ভারতকে বিশ্বের চতুর্থ দেশ হিসেবে গড়ে তুলছে। রবিবার ইসরো জানায়, রোভার০সহ ল্যান্ডার মডিউলটি ২৩ আগস্ট সন্ধ্যা ৬টা ৪০ মিনিট নাগাদ চন্দ্রপৃষ্ঠে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.