প্রথম পাতা খবর চাঁদের বুকে রাত নামতেই ঘুমিয়ে পড়ছে রোভার প্রজ্ঞান

চাঁদের বুকে রাত নামতেই ঘুমিয়ে পড়ছে রোভার প্রজ্ঞান

347 views
A+A-
Reset

চন্দ্রযান-৩ নিয়ে নতুন ও গুরুত্বপূর্ণ আপডেট দিল ইসরো। জানানো হয়েছে, সেঞ্চুরি করেছে প্রজ্ঞান। চাঁদের দক্ষিণ মেরুতে ১০০ মিটার পথ অতিক্রম করে ফেলেছে রোভার প্রজ্ঞান। গুটি গুটি পায়ে এই ক’দিনেই বেশ অনেকটা দূরত্ব পার করে ফেলেছে প্রজ্ঞান। এ বার বিশ্রামের পালা। চাঁদের বুকে রাত নামতেই ঘুমিয়ে পড়বে ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞান।

ইসরোর দেওয়া সমস্ত অ্যাসাইনমেন্ট শেষ করে ফেলেছে ল্যান্ডার বিক্রম আর রোভার প্রজ্ঞান। শনিবার রাতে ভারতের মহাকাশ গবেষণা সংস্থার তরফে ঘোষণা করা হল, ‘চন্দ্রযান ৩-এর রোভার প্রজ্ঞান তার সমস্ত কাজ সম্পন্ন করে ফেলেছে। নিরাপদভাবে তাকে পার্কিং করে স্লিপ মোডে ফেলে দেওয়া হয়েছে।’

গত ১৪ জুলাই চাঁদের উদ্দেশে পাড়ি দিয়েছিল চন্দ্রযান-৩। ৪০ দিনের কঠিন পথ পেরিয়ে গত ২৩ আগস্ট ভারতকে গৌরবান্বিত করে বিক্রম ল্যান্ডার অবতরণ করে চাঁদের দক্ষিণ মেরুতে। তার পরই বিক্রমের পেট থেকে চাঁদের মাটিতে বেরিয়ে আসে প্রজ্ঞান। গোটা বিশ্বের মধ্যে প্রথম দেশ হিসেবে এই সাফল্য অর্জন করে ভারত।

তারপর থেকেই তথ্য সংগ্রহের কাজ করছে প্রজ্ঞান। একের পর এক ছবি পাঠিয়েছে। তবে এ বার বিশ্রামের পালা। চাঁদে রাত নামতে শুরু করেছে। ইসরোর চেয়ারম্যান এস সেমনাথ জানান, রাত নামলে চাঁদের তাপমাত্রা মাইনাস ২০০ ডিগ্রিতে পৌঁছতে পারে। এই প্রবল ঠাণ্ডায় যাতে ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞান ঠিক থাকে, তার জন্যই স্লিপ মোডে পাঠিয়ে দেওয়া।

পৃথিবীর বুকে যেমন ১২ ঘণ্টা আলো এবং ১২ ঘণ্টা অন্ধকারের নিরিখে গোটা দিনের হিসেব হয়, চাঁদের বুকে এই হিসেব হয় ১৪ দিনের নিরিখে। অর্থাৎ পৃথিবীর হিসেবে, ১৪ দিন সূর্যের আলো পায় চাঁদ, বাকি ১৪ দিন কাটে অন্ধকারে, প্রচণ্ড ঠান্ডায়। সূর্যের আলোয় চন্দ্রবক্ষে ইতিমধ্যেই প্রায় ১২ দিন (পৃথিবীর হিসেবে) কাটিয়ে ফেলেছে ল্যান্ডার ‘বিক্রম’ এবং রোভার ‘প্রজ্ঞান’। আর সোমবার থেকে রাত নামছে চাঁদের বুকে। তার মধ্যে পাততাড়ি গুটিয়ে ফেলতে হবে তাদের।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.