প্রথম পাতা খবর ইতিহাস রচনার পথে ভারত! ২৩ আগস্ট চাঁদের মাটিতে নামতে তৈরি চন্দ্রযান-৩

ইতিহাস রচনার পথে ভারত! ২৩ আগস্ট চাঁদের মাটিতে নামতে তৈরি চন্দ্রযান-৩

412 views
A+A-
Reset

নয়াদিল্লি: চন্দ্রযান-৩ উৎক্ষেপণের সঙ্গেই ইতিহাস রচনা করতে চলেছে ভারত। চন্দ্রযান এখন চাঁদের কক্ষপথে প্রবেশ করেছে এবং কয়েক দিনের মধ্যে সেটি চাঁদে অবতরণ করতে পারে। ইসরো থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১০ দিন পর চাঁদে অবতরণ করবে চন্দ্রযান-৩-এর ‘বিক্রম ল্যান্ডার’।

চন্দ্রযান-৩-এর প্রথম এবং প্রধান উদ্দেশ্য চাঁদের দক্ষিণ মেরুতে একটি সফ্‌ট ল্যান্ডিং করা। এটা যদি ঘটে তবে ভারত এই কৃতিত্ব অর্জনকারী প্রথম দেশ হবে। প্রকৃতপক্ষে, দক্ষিণ মেরু এমন জায়গা যেখানে আজ পর্যন্ত কেউ পৌঁছায়নি।

গবেষকরা বলেন, পৃথিবী থেকে চাঁদের মাত্র একটি অংশ দেখা যায়। সেটাকেই বলা হয় নিকটবর্তী স্থান। অন্যদিকে যে অংশটি দৃশ্যমান নয় তাকে বলা হয় দূরবর্তী স্থান। আজ অবধি চাঁদে অবতরণ করা সমস্ত উপগ্রহগুলি শুধুমাত্র নিকটবর্তী স্থানে অবতরণ করেছে। কারণ, ডার্ক সাইট বা অন্ধকার অঞ্চলে অবতরণ করার সময় এর সংযোগ হারানোর ভয় থাকে।

ফলে ভারতের চন্দ্রযান-৩ যদি দক্ষিণ মেরু অর্থাৎ ডার্ক সাইটে সফল ভাবে অবতরণ করে, তা হলে নতুন এক ইতিহাস তৈরি করবে ভারত। ইসরো-র হিসেবে অনুযায়ী, চন্দ্রযানের ‘বিক্রম ল্যান্ডার’ আগামী ২৩ আগস্ট চাঁদে অবতরণ করবে। সবকিছু ঠিকঠাক থাকলে মহাকাশ গবেষণায় আমেরিকাকে পিছনে ফেলবে ভারত।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.