আর মাত্র কয়েক ঘণ্টা! চাঁদ ছোঁয়ার অপেক্ষায় চন্দ্রযান-৩

চন্দ্রযান ৩-এর সাফল্য কামনায় শহরের একটি ক্লাবে পুজো। ছবি: রাজীব বসু

অপেক্ষা আর মাত্র কয়েক ঘণ্টার। সব কিছু ঠিকঠাক চললে বুধবার সন্ধ্যায় এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকবে ভারত তথা গোটা বিশ্ব। চাঁদের বুকে পা রাখবে ইসরোর পাঠানো চন্দ্রযান-৩।

গত ১৪ জুলাই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে রওনা দিয়েছিল চন্দ্রযান ৩। এরপর ধীরে ধীরে গত ৫ আগস্ট তা পৌঁছেছিল চাঁদের কক্ষপথে। বুধবার (২৩ আগস্ট) সন্ধ্যা ৬টা বেজে ৪ মিনিটে চাঁদে অবতরণ করতে পারে ল্যান্ডার বিক্রম।

চাঁদের দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিং করার কথা চন্দ্রযানের। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো জানিয়েছে,চাঁদের দক্ষিণ মেরুতে সফ্‌টল্যান্ডিং করবে চন্দ্রযান ৩-র ল্যান্ডার বিক্রম। তার সঙ্গে চাঁদের মাটিতে পৌঁছবে রোভার প্রজ্ঞানও।

চাঁদের পথে যেতে যেতে একাধিক ছবি পাঠিয়েছে চন্দ্রযান। কখনও চাঁদের গায়ে বড় বড় গর্ত আবার কখনও মোহময়ী রূপ ধরা পড়েছে চন্দ্রযান ৩-এর ক্যামেরায়। সেই সব ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছে ইসরো। এ দিন ইসরোর ওয়েবসাইট, ফেসবুক পেজ, ইউটিউবে চন্দ্রযান ৩-এর অবতরণের সরাসরি সম্প্রচার করা হবে। বুধবার বিকেল ৫টা ২০ মিনিট থেকে সরাসরি সম্প্রচার শুরু করা হবে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক