নতুন মাইলফলক অতিক্রম করল চন্দ্রযান-৩, জানুন এর পর কী হবে

ভারতের গুরুত্বপূর্ণ মহাকাশ মিশন চন্দ্রযান-৩ নিজের লক্ষ্যের কাছাকাছি পৌঁছে গেছে। ল্যান্ডার বিক্রম চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে আর মাত্র এক সপ্তাহের মধ্যেই। একইসঙ্গে ইতিহাসের পাতায় নাম লিখবে ভারত।

বৃহস্পতিবার নতুন একটি মাইলফলক অতিক্রম করে, চন্দ্রযান-৩ এর প্রপালশন মডিউল এবং ল্যান্ডার মডিউল আলাদা হয়ে গেছে। যান থেকে বিচ্ছিন্ন হয়ে, ল্যান্ডার বিক্রম চাঁদের পৃষ্ঠের দিকে চলে যায়। এখন এটি চাঁদ থেকে মাত্র ১০০ কিলোমিটার দূরে। ল্যান্ডার বিক্রম ২৩ আগস্ট বিকেল ৫টা ৪৭ মিনিটে চাঁদে অবতরণের জন্য প্রস্তুতি নিচ্ছে। এর পর ছয় চাকার রোভার প্রজ্ঞান সেখান থেকে বের হয়ে কাজ শুরু করবে।

এই কক্ষপথে, পেরিলিউন (চাঁদের কক্ষপথের নিকটতম বিন্দু) চাঁদ থেকে ৩০ কিলোমিটার দূরে এবং অ্যাপুলুন (চাঁদ থেকে সবচেয়ে দূরবর্তী বিন্দু) ১০০ কিলোমিটার দূরে। ল্যান্ডার বিক্রমকে অ্যাপোলো পয়েন্ট থেকে চাঁদে সফট-ল্যান্ড করা হবে। এটি একটি নিয়ন্ত্রিত গতিতে কমানো হবে। অন্যদিকে, প্রপালশন মডিউল বছরের পর বছর ধরে সেই কক্ষপথে ঘুরতে থাকবে।

ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো) সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছে, ‘ল্যান্ডার মডিউল বলেছে, সফর সঙ্গীর জন্য ধন্যবাদ। ল্যান্ডার মডিউল সফলভাবে প্রপালশন মডিউল থেকে আলাদা হয়েছে। শুক্রবার, ভারতীয় সময় প্রায় ৪টা নাগাদ ডিবুস্টিং (ধীরগতির) হওয়ার পরে ল্যান্ডার মডিউলটি চাঁদের একটি সামান্য নিম্ন কক্ষপথে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক