কলকাতা: তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে মহিলা তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক কমিটি ঘোষণা করেছিলেন সংঠনের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। কিন্তু তার ঠিক পরদিনই সেই কমিটিতে স্থগিতদেশ দিলেন তিনি।
চন্দ্রিমা জানিয়েছেন, আপাতত পুরানো কমিটিই কাজ করবে। পরে নতুন কমিটি প্রসঙ্গে জানানো হবে।
সোমবারই সাংবাদিক বৈঠক করে নতুন সাংগঠনিক কমিটি তৈরির ঘোষণা করেন। ৩১টি সাংগঠিক জেলার ৪৪ নের কমিটিতে ছিল বেশ কিছু নতুন মুখ।
কিন্তু সেই কমিটি ভেঙে দেওয়ায় আপাতত পুরানো কমিটিই কাজ চালাবে।
কেন ভেঙে দেওয়া হল নতুন কমিটি?
আগামী ৫ মে থেকে রাজ্য জুড়ে শুরু হচ্ছে দ্বিতীয় দফার ‘দিদিকে বলো’ কর্মসূচি। সেই কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন মহিলা কর্মীরা।
এই নিয়ে আলোচনা করতে নতুন কমিটির একটি বৈঠক ডাকার কথাও জানিয়েছিলেন চন্দ্রিমা।
মঙ্গলবার তিনি জানিয়েছেন, ওই কর্মসূচিতে অংশ নেবেন মহিলা তৃণমূলের পুরানো কমিটির সদস্যরাই।