কলকাতা: শনিবার রাজ্যের পঞ্চায়েত ভোটে অশান্তির ঘটনা নিয়ে তোলপাড় রাজ্য-রাজনীতি। বিরোধীদের নিশানায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তবে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যর দাবি, “বিরোধীদের প্ররোচনাতেই পঞ্চায়েত ভোটে হিংসা”। রাজ্যপালকেও নিশানা করলেন মন্ত্রী।
এক দিকে বিরোধীরা অবশ্য একযোগে ভোটলুঠের অভিযোগে সরব হয়েছে। অন্য দিকে, তৃণমূল নেতৃত্বের ব্যাখ্যা, যে অশান্তির কথা বলা হচ্ছে, তা সামগ্রিকতার নিরিখে এক শতাংশেরও কম জায়গায় হয়েছে।
রবিবার চন্দ্রিমা বলেন, “কয়েকটি ঘটনা তো ঘটেছে। বিরোধীরা এবং তার সঙ্গে খুব শ্রদ্ধার মানুষ মাননীয় রাজ্যপাল বিজেপির মুখপাত্র হয়ে যে ভাবে এ রাজ্যে প্ররোচনা দিয়েছেন, তাতে এই ঘটনাগুলো ঘটেছে। এবং দেখা গেছে যে যতজনের মৃত্যু হয়েছে তাতে তৃণমূল কংগ্রেসের কর্মী এবং প্রার্থীরা সবেচেয়ে বেশি বলি হয়েছেন”।
গতকালই তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষও বলেন, “বাংলাকে কলুষিত করতে মদত দিচ্ছে দিল্লির সরকার, বিজেপির দুই ভাই সিপিএম আর কংগ্রেস আই। এরা মিলে ওদের অভিভাবক হয়েছেন এখন রাজ্যপাল”।