নতুন বছরে বদল পূর্ব রেলের ট্রেনের সময়সূচিতে, চালু নতুন ট্রেন

নতুন বছরের শুরুতেই পূর্ব রেলের একাধিক ট্রেনের সময়সূচিতে বড় পরিবর্তন ঘটেছে। ১ জানুয়ারি থেকে লোকাল এবং এক্সপ্রেস ট্রেনের ছাড়ার ও পৌঁছনোর সময়সূচিতে বদল আনা হয়েছে। এই পরিবর্তন শুধু সময়সূচিতে নয়, কিছু ট্রেনের গতি বাড়ানোর পাশাপাশি নতুন ট্রেনও চালু করা হয়েছে।

দার্জিলিং মেল এবং গৌড় এক্সপ্রেসের মতো জনপ্রিয় ট্রেনের সময়সূচি পরিবর্তিত হয়েছে। দার্জিলিং মেল আগে রাত ১০টা ৫ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়ত, যা এখন রাত ১০টা ১৫ মিনিটে ছাড়বে। গৌড় এক্সপ্রেসের সময় ১০ মিনিট এগিয়ে আনা হয়েছে। এটি এখন শিয়ালদহ থেকে রাত ১০টা ৫ মিনিটে ছাড়বে।

হাওড়া-জয়নগর এক্সপ্রেসের ছাড়ার সময় ২০ মিনিট পিছিয়ে দেওয়া হয়েছে। ব্রহ্মপুত্র মেল, উল্টে, ২০ মিনিট আগে ছাড়বে। হাওড়া-মালদহ ইন্টারসিটির সময় ৭৫ মিনিট এগিয়ে আনা হয়েছে, এটি দুপুর ৩টে ১৫ মিনিটের বদলে দুপুর ২টোয় ছাড়বে।

বর্ধমান মেন ও কর্ড শাখা, নৈহাটি-সহ একাধিক শাখায় নতুন তৃতীয় এবং চতুর্থ লাইন চালু হওয়ার পর বেশ কিছু নতুন ট্রেন যুক্ত হয়েছে। কৃষ্ণনগর সিটি থেকে রানাঘাট পর্যন্ত একটি নতুন লোকাল চালু হয়েছে। এটি সকাল ১১টা ৪৫ মিনিটে কৃষ্ণনগর সিটি স্টেশন থেকে ছাড়বে।

হাওড়া-সিঙ্গুর লোকালের যাত্রাপথ সম্প্রসারিত করা হয়েছে। এর মধ্যে একটি ট্রেন তারকেশ্বর পর্যন্ত এবং অন্যটি হরিপাল পর্যন্ত যাবে।

পূর্ব রেল জানিয়েছে, ৬৩টি এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথের সময় ৫ থেকে ৫৫ মিনিট পর্যন্ত কমানো হয়েছে। মেমু, ডিএমইউ এবং ইএমইউ ট্রেনের ক্ষেত্রে ৬ থেকে ২০ মিনিট পর্যন্ত সফরের সময় হ্রাস পেয়েছে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক