নয়াদিল্লি: ওয়াকফ (সংশোধনী) বিল নিয়ে মঙ্গলবার সংসদীয় যৌথ কমিটির (জেপিসি) বৈঠকে উত্তেজনার সৃষ্টি হল মঙ্গলবার। উত্তপ্ত বাক্যবিনিময়ের সময় কাচের বোতল ভেঙে হাত রক্তাক্ত হল তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বিতর্কের সময় এই ঘটনা ঘটে।
সূত্র জানিয়েছে, বৈঠকের সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায় উত্তেজিত হয়ে টেবিলে আঘাত করলে কাচের বোতল ভেঙে তাঁর হাতে গুরুতর চোট লাগে। তাঁর হাতে চারটি সেলাই দিতে হয়। পরে এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি এবং আপ নেতা সঞ্জয় সিং তাঁকে সহায়তা করেন।
বৈঠকে উত্তেজনার ফলে কিছু সময়ের জন্য সভা স্থগিত করতে হয়। বিরোধী দলের সদস্যরা ওয়াকফ বিলের বিরোধিতা করলেও, বিলটি যৌথ সংসদীয় কমিটিতে পেশ হয়েছিল। প্রস্তাবিত বিলটি ওয়াকফ বোর্ডগুলির ক্ষমতা সীমিত করার উদ্দেশ্যে আনা হয়েছে, যা বিরোধী পক্ষ সংবিধান-বিরোধী বলে দাবি করেছে।
উল্লেখ্য, ওয়াকফ (সংশোধনী) বিলটি ২৮ জুলাই সংসদে পেশ করে কেন্দ্রীয় সরকার। বিরোধী দলের তীব্র আপত্তির পর, বিলটি ৮ আগস্ট যৌথ সংসদীয় কমিটিতে (জেপিসি) প্রেরণ করা হয়। প্রস্তাবিত এই বিলের মাধ্যমে ওয়াকফ বোর্ডগুলির ক্ষমতা সীমিত করার উদ্দেশ্য রয়েছে, যাতে তারা কোনো সম্পত্তিকে ‘ওয়াকফ সম্পত্তি’ হিসেবে ঘোষণা করতে না পারে।