দক্ষিণ কলকাতার নামী পুজো চেতলা অগ্রণীতে বৃহস্পতিবার সন্ধ্যায় আতঙ্ক ছড়াল আগুনে। হঠাৎ অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দু’টি ইঞ্জিন। দমকল কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর জেরে দর্শনার্থীদের জন্য আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে পুজোমণ্ডপ।
কলকাতার মেয়র ফিরহাদ (ববি) হাকিমের পুজো বলেই পরিচিত চেতলা অগ্রণী। আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। ক্লাবের তরফে ফেসবুকে জানানো হয়েছে, “একটি অভূতপূর্ব দুর্ঘটনার কারণে আমাদের চেতলা অগ্রণী ক্লাব প্যান্ডেল আজ ২৫ সেপ্টেম্বর তারিখে বন্ধ থাকবে। ভক্ত এবং দর্শনার্থীদের জন্য এটি কখন খোলা হবে, তা আমরা শীঘ্রই জানিয়ে দেব। এই অসুবিধার জন্য আমরা দুঃখিত।”
এই বছরের পুজোয় চেতলা অগ্রণীর থিম— ‘অমৃতকুম্ভের সন্ধানে’, যা প্রয়াত সাহিত্যিক সমরেশ বসুর জন্মশতবর্ষকে শ্রদ্ধা জানিয়ে উৎসর্গ করা হয়েছে। রুদ্রাক্ষ দিয়ে সাজানো হয়েছে পুজোমণ্ডপ। গত রবিবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিমায় চক্ষুদান করেন। বুধবার থেকে মণ্ডপ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছিল। তার কয়েকদিনের মধ্যেই ঘটে গেল এই অগ্নিকাণ্ডের ঘটনা।
আগুন নিয়ন্ত্রণে এলেও দর্শনার্থীদের নিরাপত্তার স্বার্থে আপাতত মণ্ডপ বন্ধ থাকবে বলে জানিয়েছে আয়োজকরা।