বিধানসভা নির্বাচন: মিজোরামের সব এবং ছত্তীসগঢ়ের ২০টি আসনে ভোটগ্রহণ

নয়াদিল্লি: ছত্তীসগঢ় বিধানসভা নির্বাচনের প্রথম ধাপের ভোট মঙ্গলবার (৭ নভেম্বর, ২০২৩)। কড়া নিরাপত্তার মধ্যে ছত্তীসগঢ়ের ২০টি আসনে ভোট শুরু। মাওবাদী অধ্যুষিত অঞ্চলের সাতটি জেলাতেই সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু।

ছত্তীসগঢ়ের বাকি ৭০টি আসনে ভোটগ্রহণ হবে দ্বিতীয় ধাপে। আগামী ১৭ নভেম্বর ওই আসনগুলিকে ভোটগ্রহণ হবে। বলে রাখা ভালো, এ দিন ১০টি আসনে ভোট শুরু সকাল ৭টায় এবং চলবে বিকেল ৩টা পর্যন্ত। বাকি আসনগুলোতে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৫টা পর্যন্ত।

এ ছাড়াও, উত্তর-পূর্ব রাজ্য মিজোরামেও এ দিন বিধানসভা ভোট চলছে। ভোট শুরু ৭টায় এবং চলবে বিকেল ৪টা পর্যন্ত। এখানে ভোটার সংখ্যা সাড়ে ৮ লক্ষের বেশি। মিজোরাম নির্বাচনে মোট ১৭৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মধুপ ব্যাস বলেছেন যে মিজোরামের ১,২৭৬টি কেন্দ্রে ভোটগ্রহণ চলবে।

২০১৮ সালে, মিজো ন্যাশনাল ফ্রন্ট ৪০টির মধ্যে ২৬টি আসন জিতে ক্ষমতায় এসেছিল। কংগ্রেস পাঁচটি এবং বিজেপি মাত্র একটি আসনে জিতেছিল।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক