প্রথম পাতা খবর আন্ডারওয়ার্ল্ড ডন ছোটা রাজন দিল্লি এইমস-এ ভর্তি

আন্ডারওয়ার্ল্ড ডন ছোটা রাজন দিল্লি এইমস-এ ভর্তি

226 views
A+A-
Reset

তিহাড় জেলে বন্দি আন্ডারওয়ার্ল্ড ডন ছোটা রাজনকে (আসল নাম রাজেন্দ্র সদাশিব নিকালজে) চিকিৎসার জন্য দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (AIIMS)-এ ভর্তি করা হয়েছে।

২০২৪ সালের মে মাসে মুম্বইয়ের একটি বিশেষ আদালত ২০০১ সালে হোটেল ব্যবসায়ী জয়া শেঠির হত্যার দায়ে ছোটা রাজনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে। বিচারক এএম পাটিল তাঁকে ভারতীয় দণ্ডবিধির ৩০২ (খুন), ১২০বি (অপরাধমূলক ষড়যন্ত্র) এবং মহারাষ্ট্র সংগঠিত অপরাধ নিয়ন্ত্রণ আইনের আওতায় অপরাধী সাব্যস্ত করেন।

২০১৫ সালে ইন্দোনেশিয়ার বালি থেকে গ্রেপ্তার হন রাজন। এরপর তাঁকে ভারতে প্রত্যর্পণ করা হয়। তিনি প্রায় তিন দশক পালিয়ে বেড়ান। একসময় তিনি ডন দাউদ ইব্রাহিমের ডানহাত ছিলেন। রাজন এখন পর্যন্ত সাতটি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। এর মধ্যে ২০১৮ সালে সাংবাদিক জে ডে-র হত্যাকাণ্ডের জন্যও তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল।

২০০১ সালের ৪ মে মুম্বইয়ের গামদেবি এলাকার গোল্ডেন ক্রাউন হোটেলের প্রথম তলায় জয়া শেঠিকে গুলি করে হত্যা করা হয়। অভিযোগ অনুযায়ী, রাজনের নেতৃত্বে তাঁর গ্যাংয়ের লোকেরা এই খুন করে।

২০২৩ সালে সিবিআই-এর একটি বিশেষ আদালত রাজনকে ১৯৯৭ সালে শ্রমিক নেতা ড. দত্ত সামন্তের হত্যার অভিযোগ থেকে মুক্তি দেয়। তবে তিনি এখনও তিহার জেলে থাকবেন, কারণ বিভিন্ন শহরে তাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা বিচারাধীন।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.