উত্তর ভারতের বিভিন্ন অংশ, বিশেষত দিল্লি-এনসিআর এলাকায় শুক্রবার সকাল থেকে ঘন কুয়াশা ছড়িয়ে পড়ে। কুয়াশার কারণে দৃশ্যমানতা শূন্যে নেমে আসে, ফলে দিল্লি বিমানবন্দরে ১৫০টিরও বেশি ফ্লাইট এবং ২৬টিরও বেশি ট্রেন বিলম্বিত হয়।
বিমান সংক্রান্ত ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, ফ্লাইট বিলম্বের গড় সময় ছিল প্রায় ৪১ মিনিট।
দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ (ডিআইএল) জানিয়েছে, ঘন কুয়াশার কারণে বিমান ছাড়ার সময়সূচিতে প্রভাব পড়েছে। তবে, ক্যাট-থ্রি প্রযুক্তি সম্পন্ন বিমানগুলো কুয়াশার মধ্যেও অবতরণ ও ছাড়তে সক্ষম বলে যাত্রীদের আশ্বস্ত করেছে ডিআইএল।
জাতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, পঞ্জাব, হরিয়ানা এবং রাজস্থানসহ উত্তর ভারতের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে অত্যন্ত ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে।
গত কয়েক সপ্তাহ ধরে উত্তর ভারতে ঘন কুয়াশার কারণে শতাধিক ফ্লাইট এবং ট্রেন বাতিল বা বিলম্বিত হয়েছে।