কলকাতা: নিজেদের দাবি আদায়ে মিছিল করার অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল শিক্ষকদের সংগঠন। বৃহস্পতিবার সেই মামলায় ক্ষুব্ধ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। মামলার ফাইল তিনি ফেরত পাঠিয়ে দিলেন কোর্ট অফিসারকে।
প্রধান বিচারপতি বলেন, “পড়াতে হবে না। শুধু মিছিল করুক। কোনো আর্জেন্সি নেই এই মামলার। রোজ ১৫টা করে মিছিল। বাচ্চারা হয়রানির শিকার হচ্ছে। অ্যাম্বুলেন্স আটকে যাচ্ছে, রাস্তায় পড়ে থেকে মানুষ মারা যাচ্ছে।”
তিনি আরও বলেন, “কাজ করতে হবে না, জিন্দাবাদ জিন্দাবাদ করে যান। পুলিশ লাঠিচার্জ করুক, কাঁদানে গ্যাস প্রয়োগ করুক। আদালতে কিছু করার নেই। সাধারণ মানুষ হেনস্তার স্বীকার হচ্ছে। এদের জন্য আমার কোনো সহমর্মিতা নেই।”
জরুরি ভিত্তিতে মামলাটির শুনানি পিছিয়ে দেন প্রধান বিচারপতি। পরিবর্তে শুনানি পিছিয়ে দিয়ে তিনি জানান, প্রয়োজনে পুজোর পরে এই মামলার শুনানি হবে।
প্রসঙ্গত, বিভিন্ন দাবি নিয়ে আচার্য সদন থেকে বিকাশ ভবন পর্যন্ত একটি মিছিল ১৩ অক্টোবর করার পরিকল্পনা করা হয় বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। আর এই মিছিলে প্রায় তিন হাজার শিক্ষক অংশ নিতে পারে বলে শোনা যাচ্ছিল। যদিও পুলিশের তরফে মিছিলের জন্য মেলেনি অনুমতি। এরপরই আদালতে যায় সংশ্লিষ্ট সংগঠন।