মাসির বাড়ি পৌঁছলেন জগন্নাথদেব, আরতি সেরে কলকাতার পথে মুখ্যমন্ত্রী

দিঘার নবনির্মিত জগন্নাথ মন্দির থেকে আজ অনুষ্ঠিত হল ঐতিহাসিক প্রথম রথযাত্রা। সকাল থেকেই ছিল উৎসবের আমেজ। জনসমাগমে উপচে পড়ে সৈকত শহর। রথযাত্রার সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। সোনার ঝাড়ু দিয়ে পথ পরিষ্কার করে শুরু করেন পবিত্র এই যাত্রা। এরপর রথে উঠে মাসির বাড়ির উদ্দেশে রওনা দেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা।

দুপুর আড়াইটে নাগাদ নির্ধারিত সময় মেনেই শুরু হয় রথ টানার পর্ব। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী রথযাত্রার রাস্তায় কোনও ভিড় জমতে দেওয়া হয়নি। ভক্তরা রাস্তার পাশে ব্যারিকেডের ও পার থেকে রথ দর্শন করেন। নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় ছিল কড়া নজরদারি। বিকেল ৪টার পর মাসির বাড়ি পৌঁছন জগন্নাথ-সুভদ্রা-বলরাম। আগামী সাত দিন সেখানেই অবস্থান করবেন তাঁরা।

মাসির বাড়িতে পৌঁছে জগন্নাথদেবের আরতিও করেন মুখ্যমন্ত্রী। এরপর তিনি হোটেলের উদ্দেশে রওনা হন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই জানা যায়, নির্ধারিত সময়ের আগেই কলকাতায় ফিরে আসছেন মমতা। সূত্রের খবর, এদিন রথযাত্রার অনুষ্ঠান শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই দিঘা ছেড়ে রওনা হন তিনি।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন