স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিযুক্ত ২৬ হাজার কর্মীর চাকরি বাতিলের পর রাজ্য সরকারের তরফে বড় সিদ্ধান্ত। আপৎকালীন পরিস্থিতিতে চাকরি হারা গ্রুপ সি ও ডি কর্মীদের পাশে দাঁড়াতে বুধবার মন্ত্রিসভার বৈঠকের পর নতুন আর্থিক সহায়তা প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
‘ওয়েস্টবেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিম স্কিম’ নামের এই প্রকল্পে, গ্রুপ সি কর্মীরা প্রতি মাসে ২৫,০০০ টাকা এবং গ্রুপ ডি কর্মীরা ২০,০০০ টাকা করে অনুদান পাবেন। ১ এপ্রিল থেকে এই প্রকল্প কার্যকর হবে এবং চলবে যতদিন আদালতে মামলা বিচারাধীন থাকবে।
মুখ্যমন্ত্রী জানান, “শ্রম দফতরের অধীনে এই প্রকল্প রূপায়ণ হবে এবং সরকার সব দিক থেকেই আইনি প্রস্তুতি নিয়ে রেখেছে যাতে কেউ জনস্বার্থ মামলা দায়ের করতে না পারে।”
প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের রায়ে শিক্ষকরা স্কুলে যাওয়া চালিয়ে যেতে পারলেও, শিক্ষাকর্মীরা সেই সুবিধা পাননি। সেই কারণেই এই বিকল্প ব্যবস্থার পথে হাঁটল রাজ্য সরকার। এই সিদ্ধান্তে কিছুটা স্বস্তি পেলেন চাকরি হারা হাজার হাজার শিক্ষাকর্মী।