বাংলা গানের জগতে নেমে এল শোকের ছায়া। প্রয়াত হলেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়। শনিবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ রাজ্য তথা সংগীত মহল।
প্রতুলবাবুর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, “প্রতুলদার মৃত্যু বাংলা গানের জগতে অপূরণীয় ক্ষতি। যতদিন বাংলা গান থাকবে, ‘আমি বাংলায় গান গাই’ বাঙালির মুখে মুখে ঘুরবে।”
দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন প্রবীণ এই শিল্পী। অন্ত্রের অস্ত্রোপচারের পর হৃদরোগে আক্রান্ত হন তিনি। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সোমবার রাতে তাঁকে আইটিইউতে স্থানান্তরিত করা হয়। শেষ পর্যন্ত শনিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, বিকেল ৪টে পর্যন্ত রবীন্দ্রসদনে শায়িত থাকবে শিল্পীর মরদেহ। এরপর এসএসকেএম হাসপাতালে দেহদান করা হবে।
মুখ্যমন্ত্রী তাঁর শেষ সাক্ষাতের স্মৃতিচারণ করে জানিয়েছেন, “কয়েকদিন আগেই হাসপাতালে গিয়ে আমি ওনার সঙ্গে দেখা করেছি। আমি গর্বিত, আমাদের সরকার তাঁকে যোগ্য সম্মান জানাতে পেরেছিল।”