Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
সুপ্রিম কোর্টের নির্দেশে ২৬ হাজার চাকরি বাতিলের পর নবান্নে জরুরি বৈঠকে মুখ্যমন্ত্রী - NewsOnly24

সুপ্রিম কোর্টের নির্দেশে ২৬ হাজার চাকরি বাতিলের পর নবান্নে জরুরি বৈঠকে মুখ্যমন্ত্রী

সুপ্রিম কোর্টের নির্দেশে ২৬ হাজারের বেশি শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিলের পরই নবান্নে জরুরি বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দুপুর তিনটেয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও শিক্ষা দফতরের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন তিনি। ইতিমধ্যেই শিক্ষামন্ত্রী নবান্নে পৌঁছেছেন।

সূত্রের খবর, বৈঠকে মূলত বাতিল হওয়া চাকরিগুলির ভবিষ্যৎ নিয়ে আলোচনা হবে। বিশেষ করে, চাকরি হারানো ২৫,৭৫২ জনের মধ্যে ‘যোগ্য’ কারা, তাঁদের চাকরি বাঁচানোর কোনও উপায় রয়েছে কি না, তা নিয়ে কৌশল নির্ধারণ করা হতে পারে।

শিক্ষাসচিব বিনোদ কুমার জানিয়েছেন, “কোর্টের নির্দেশ বিশদে দেখে পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে। নতুন নিয়োগ প্রক্রিয়া কীভাবে হবে, তা নিয়েও আলোচনা হবে।”

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খন্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ জানিয়েছে, ২০১৬ সালের এসএসসি নিয়োগে ব্যাপক কারচুপি হয়েছে। যোগ্য-অযোগ্য বাছাই করা সম্ভব নয় বলেই পুরো প্যানেল বাতিল করা হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী, সম্পূর্ণ নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে এবং তা তিন মাসের মধ্যে সম্পন্ন করতে হবে।

এই তিন মাসের মধ্যে যাঁরা আগের নিয়োগের ভিত্তিতে কাজ করছিলেন, তাঁরা ওই বিভাগে চাকরি চালিয়ে যেতে পারবেন এবং বেতনও পাবেন। তবে যাঁদের বিরুদ্ধে ওএমআর শিট জালিয়াতির প্রমাণ মিলেছে, তাঁরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না বলে জানানো হয়েছে।

Related posts

এসআইআর মাঝেই তৃণমূলের মেগা বৈঠক সোমবার, অভিষেকের নেতৃত্বে সাংসদ–বিধায়কদের পারফরম্যান্স রিভিউ

নবম–দশমের শিক্ষক নিয়োগের ফলপ্রকাশ পিছোল, আগামী সপ্তাহে প্রকাশের সম্ভাবনা

বঙ্গ ভোটের প্রস্তুতি শুরু: এসআইআর পর্বেই ইভিএম চেকিং ও প্রশিক্ষণ, আজ বিশেষ বৈঠকে কমিশন