চাকরিহারাদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী, সব পক্ষের নজর নেতাজি ইন্ডোরে

চাকরিহারাদের একত্রিত আন্দোলন। শহিদ মিনারের তলায় বন্টন করা হল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের অনুষ্ঠানের প্রবেশপত্র। ছবি: রাজীব বসু

সোমবার চাকরিহারাদের সঙ্গে আলোচনায় বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত থাকবেন তৃণমূল শিক্ষক সমিতির সদস্যরা, শিল্পী শুভাপ্রসন্ন ভট্টাচার্য ও লেখক আবুল বাসার। সভায় বক্তব্য রাখবেন দু’জন চাকরিহারা এবং তাঁদের প্রশ্নের উত্তর দেবেন স্বয়ং মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশে এক ধাক্কায় চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার ব্যক্তি। রবিবার শহিদ মিনারের কাছে জমায়েত করে তাঁরা সরব হন—সরকার ও সব রাজনৈতিক দলকে আলটিমেটাম দিয়ে বলেন, কোনও সমাধান না এলে আসন্ন বিধানসভা ভোটে কাউকে লড়তে দেবেন না। চাকরিহারাদের তরফে মেহবুব মণ্ডল বলেন, “ফাঁকা কথার কারসাজি আর নয়। নিজেদের মারতে রাজি আছি। কারণ আমরা মরে গিয়েছি।”

এই আবেগপূর্ণ পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর বৈঠক ঘিরে তৈরি হয়েছে প্রবল আগ্রহ। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন, সমস্যা সমাধানে চেষ্টা চলছে। তবে বিরোধীদের চক্রান্তে এই বৈঠক ভেস্তে দেওয়ার আশঙ্কাও উড়িয়ে দেননি তিনি। কুণালের হুঁশিয়ারি, “ভিতর থেকে বিশৃঙ্খলার চেষ্টা করলে আইডেন্টিফায়েড হয়ে যাবেন। প্রশাসনের নজর থাকছে।”

সোমবারের বৈঠক থেকে সমাধানের কোনও পথ বেরোয় কি না, সেদিকেই তাকিয়ে গোটা রাজ্য।

Related posts

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?