অজয় নদের উপর ‘জয়দেব সেতু’ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী, দুর্গাপুর-বোলপুর যাত্রা আরও সহজ

বহু প্রতীক্ষিত জয়দেব সেতুর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অজয় নদের উপর তৈরি এই স্থায়ী সেতুর ফলে দুর্গাপুর থেকে বোলপুর বা সিউড়ির দিকে যাতায়াত আরও সহজ ও দ্রুত হবে।

মঙ্গলবার বীরভূমের ইলামবাজারে প্রশাসনিক সভা থেকে ভার্চুয়ালি এই সেতুর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। রাজ্যের পূর্ত দপ্তরের উদ্যোগে ১৩৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে এই সেতু, যা পশ্চিম বর্ধমানের বিদবিহার এবং বীরভূমের জয়দেবকে সংযুক্ত করেছে।

উদ্বোধনের সময় মুখ্যমন্ত্রী বলেন, “এই সেতুর নামকরণ করা হোক ‘জয়দেব সেতু’। বহু মানুষ উপকৃত হবেন। জয়দেবের মেলাতেও যাতায়াত সহজ হবে।”

স্থানীয়দের মতে, এত দিন বর্ষাকালে অজয় নদ পার করতে গেলে ভোগান্তিতে পড়তে হত। কিন্তু এ বার সেই সমস্যার অনেকটাই সমাধান হবে বলে মনে করছেন জেলার একাংশ।

সঙ্গে সঙ্গে শুরু হল এসবিএসটিসি-র সরকারি বাস পরিষেবা — দুর্গাপুর থেকে সিউড়ি পর্যন্ত। পরিবহণ নিগমের চেয়ারম্যান সুভাষ মণ্ডল জানান, শিবপুর থেকে এই রুটে বাস চালু হয়েছে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক