প্রথম পাতা খবর দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাজ্যের বকেয়া নিয়ে আলোচনার সম্ভাবনা

দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাজ্যের বকেয়া নিয়ে আলোচনার সম্ভাবনা

308 views
A+A-
Reset

সব ঠিকঠাক থাকলে আগামী সোমবার দিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, রাজ্যের বিভিন্ন প্রকল্প এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণের বাবদ কেন্দ্রের কাছে প্রাপ্য প্রায় ১ লক্ষ ৭৫ হাজার কোটি টাকা নিয়ে আলোচনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সময় চাওয়া হয়েছে। আগামী মঙ্গলবার তাঁদের বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রসঙ্গত, একশো দিনের কাজ (MGNREGA) এবং বাংলার বাড়ি (PMAY) প্রকল্পের টাকা বহুদিন ধরে আটকে রয়েছে। কেন্দ্রের বিরুদ্ধে এই অর্থ আটকে রাখার অভিযোগ বারবার তুলেছে তৃণমূল সরকার। বিজেপি নেতৃত্বের পাল্টা অভিযোগ, এই প্রকল্পগুলিতে তৃণমূল দুর্নীতি করেছে, তাই তদন্ত না হওয়া পর্যন্ত টাকা আটকে রাখা হয়েছে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী তাঁর নিজস্ব ভাঁড়ার থেকে এই প্রকল্পগুলিকে সচল রেখেছেন বলে দাবি তৃণমূলের।

মমতা বন্দ্যোপাধ্যায় ইতিপূর্বেও একাধিকবার দিল্লি গিয়ে প্রধানমন্ত্রীর কাছে রাজ্যের পাওনার দাবি জানিয়েছেন। প্রতিশ্রুতি মিললেও কাজের কাজ কিছু হয়নি বলেই অভিযোগ। তবু গণতান্ত্রিক রীতিনীতির প্রতি শ্রদ্ধা রেখেই আবার প্রধানমন্ত্রীর দ্বারস্থ হতে চলেছেন তিনি।

দিল্লি সফরে গিয়ে মুখ্যমন্ত্রী তৃণমূলের সাংসদদের সঙ্গে বৈঠক করবেন এবং দলের একটি পার্টি অফিস উদ্বোধন করারও কথা রয়েছে। তবে বিস্তারিত কর্মসূচি পরে জানানো হবে বলেই নবান্ন সূত্রে খবর।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.