সকালে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনে মুখ্যমন্ত্রী কেজরিওয়াল,আর্থিক সাহায্যের ঘোষণা

এদিন সকালে মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ঘটনাস্থল পরিদর্শনে আসেন। এরপরই তিনি আর্থিক সাহায্যের ঘোষণা করেন।বিধ্বংসী আগুনে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২৭ জন। গুরুতর আহত হয়েছেন ১২ জন। ইতিমধ্যেই এই অগ্নিকাণ্ডের কারণ হদিশ করতে তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সেই সঙ্গে তিনি মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন। আহতদের দেওয়া হবে ৫০ হাজার টাকা করে।

এই ঘটনার পর প্রাথমিক তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। পশ্চিম দিল্লির যে বাণিজ্যিক ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে সেটিতে ছিলনা দমকলের কোন অনুমতি পত্র। এব্যাপারে ডিএফএস-এর প্রধান অতুল গর্গ জানিয়েছেন, “যে বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেটি কোন বৈধ অনুমতিপত্র ছিল না”। দিল্লি দমকল দপ্তরের মুখ্য অফিসার অতুল গর্গ জানিয়েছেন, বিদ্যুৎ সরবরাহের লাইনে বিস্ফোরণ ঘটার ফলেই ওই দুর্ঘটনা ঘটেছে। সেই সঙ্গে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
আর এই অভিযোগ উঠে আসার পরেই প্রশাসনের ভূমিকা নিয়ে দেখা নিয়ে গভীর প্রশ্নচিহ্ন। পাশাপাশি দমকলের প্রধান বলেন, ওই ভবনের তরফে কখনও ফায়ার এনওসির জন্য আবেদনও করা হয়নি। প্রয়োজনীয় নির্দেশিকা অনুসরণ না করেই কাজ চলছিল। ওই ভবনের দুই মালিক  বরুণ গোয়েল এবং সতীশ গোয়েলকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে দিল্লি পুলিশ।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক