বাংলার বুকে এই মুহূর্তে অন্যতম বড় ইস্যু হল ডেউচা পাঁচামি প্রকল্প। যা নিয়ে সরকারের উদ্যোগের বিরোধীতা করে শুরু হয়েছে আন্দোলন। এই ইস্যুকে কেন্দ্র করে সরকার বিরোধী জনমত গড়ে তোলার লক্ষ্যে রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলো এখন থেকেই সলতে পাকানো শুরু করে দিয়েছে। এই পরিস্থতিতে এবার ড্যামেজ কন্ট্রোল এর উদ্যোগ নিল রাজ্য প্রশাসন।
সোমবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠক শেষে ডেউচা পাঁচামি প্রকল্প এই মুহূর্তে রাজ্যের জন্য ঠিক কেন প্রয়োজন এবং কতটা গুরুত্ত্বপূর্ন এই প্রকল্প, সেটাই ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন নবান্ন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘এই প্রকল্পে প্রায় ৩৫ হাজার কোটি টাকা বিনিয়োগ হবে। এই প্রকল্পের কারণে আগামী একশো বছর রাজ্যকে বিদ্যুৎ কিনতে হবে না এবং মিটবে রাজ্যের বিদ্যুতের সঙ্কট।’’
যদিও এর পরেও এই বিষয় নিয়ে স্থানীয় আন্দোলনকারীরা এবং পরিবেশবাদীরা অভিযোগ তুলছেন যে, ডেউচা পাঁচামি প্রকল্প বাস্তবায়িত হলে সেখানকার পরিবেশের ব্যাপক ক্ষতি হবে।
এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘ডেউচা পাঁচামি প্রকল্প করতে গিয়ে পরিবেশের ক্ষতি হয় এমন কোনও কিছুই করা হবে না। এই প্রকল্পের ক্ষেত্রে পরিবেশের বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়েই বিবেচনা করছে রাজ্য সরকার।’’