দোলযাত্রা ও হোলি উপলক্ষে কলকাতা পুরসভার উদ্যোগে আয়োজন করা হয়েছে বিশেষ মিলন উৎসব। বুধবার ভবানীপুরের ধনধান্য প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হবে এই উৎসব। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মেয়র ফিরহাদ হাকিম, রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা-সহ বিশিষ্ট ব্যক্তিরা।
প্রথমবার কলকাতা পুরসভা এই ধরনের উৎসবের আয়োজন করছে, যেখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একসঙ্গে মিলিত হয়ে দোল ও হোলির আনন্দ ভাগ করে নেবেন।