203
মহালয়ায় চক্ষুদানে মুখ্যমন্ত্রী চেতলা অগ্রণীর প্রতিমায়। ছবি: রাজীব বসু
কলকাতা: মহালয়া থেকেই শুরু হয়ে গিয়েছে দেবীপক্ষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহালয়ার দিন থেকেই কলকাতা জেলার বিভিন্ন পুজোর উদ্বোধনে ব্যস্ত।
বুধবার মুখ্যমন্ত্রী হাতিবাগান সর্বজনীন, সেলিমপুর পল্লি, বাবুবাগান, যোধপুর পার্ক, চেতলা অগ্রণী, এবং ৯৫ পল্লির পুজোর উদ্বোধন করেছেন। জেলার ৩২০টি পুজোরও ভার্চুয়াল উদ্বোধন সম্পন্ন করেছেন তিনি।
আজ, বৃহস্পতিবার, শহর এবং শহরতলির আরও বেশ কিছু পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। তালিকায় রয়েছে বেহালা, বড়িশা, এবং হরিদেবপুর এলাকার পুজো। আজ তিনি বড়িশা ক্লাব, বেহালা নূতন দল, অজেয় সংহতি, এবং ৪১ পল্লি ক্লাবের পুজোর উদ্বোধন করবেন বলে জানা গিয়েছে।