কলকাতা: শিয়ালদহ স্টেশনের নাম পরিবর্তনের দাবি উঠল আবারও। বুধবার শিয়ালদহ থেকে একাধিক রেল প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সেই মঞ্চ থেকেই শিয়ালদহ স্টেশনের নাম বদলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে করার প্রস্তাব দেন বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য।
শমীক ভট্টাচার্য জানিয়েছেন, রেলমন্ত্রীকে এই প্রস্তাব ইতিমধ্যেই জানানো হয়েছে। তিনি বলেন, “শিয়ালদহ স্টেশনের সাথে মানুষের রক্তাক্ত ইতিহাস জড়িয়ে আছে। দেশভাগের সময় সর্বস্বান্ত হয়ে বহু মানুষ শিয়ালদহ স্টেশনে এসে ভিড় করেছিলেন। তখন তাঁদের আশ্রয় দেওয়ার দায়িত্বে ছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। সেই কারণেই শিয়ালদহ স্টেশনের নাম বদলে তাঁর নামে করা উচিত।”
বিজেপির দাবি প্রসঙ্গে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, “বিষয়টি খতিয়ে দেখা হবে।”
১৮৬২ সালে প্রতিষ্ঠিত শিয়ালদহ স্টেশন কলকাতার অন্যতম প্রাচীন এবং ব্যস্ততম রেলস্টেশন। ১৮৬৯ সালে এর স্টেশন ভবন নির্মাণ করা হয়, যা আজও শহরের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্র। ব্রিটিশ আমল থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত এই স্টেশন একাধিক প্রজন্মের যাত্রীদের পরিষেবা দিয়ে আসছে। বর্তমানে শিয়ালদহ থেকে মেট্রো পরিষেবাও চালু হয়েছে, যা সেক্টর ফাইভ পর্যন্ত পৌঁছায়।
এই স্টেশন ভারতের ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হিসেবে জায়গা করে নিয়েছে, যা স্বাধীনতার আগে ও পরে বহু মানুষের জীবনের সাথে জড়িত। বিজেপির প্রস্তাব নিয়ে আগামী দিনে কী সিদ্ধান্ত নেওয়া হয়, সেটাই এখন দেখার বিষয়।