৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা: মঙ্গলবার ৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনী মঞ্চ থেকে অতীত স্মৃতিচারণা করলেন মুখ্যমন্ত্রী, আবেগঘন হয়ে সবাইকে বই পড়ার আহ্বান জানালেন। আশাবাদী, এবার বইমেলায় আগের বছরের তুলনায় বই বিক্রি আরও বেশি হবে।

৪৮ বার ঘণ্টা বাজিয়ে বইমেলার আনুষ্ঠানিক সূচনা করেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, গত বছর বইমেলায় ৩০ কোটি টাকার ব্যবসা হয়েছিল, ২৭ লক্ষ মানুষ এসেছিলেন। এবার সেই সংখ্যা ছাপিয়ে যাবে বলেই তাঁর বিশ্বাস। বলেন, “মানুষ বইমেলাকে ভালোবাসেন। কলকাতা বইমেলা আমাদের দেশের অন্যতম সেরা, এটিকে সেরার সেরা হিসেবে দেখতে চাই।”

বইমেলার স্থান পরিবর্তনের প্রসঙ্গেও কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগে বইমেলার জায়গা নিয়ে সমস্যা থাকলেও এখন স্থায়ী প্রাঙ্গণ হয়েছে বলে স্বস্তির কথা জানান তিনি।

এবারের বইমেলার থিম কান্ট্রি জার্মানি। উদ্বোধনী অনুষ্ঠানে সে দেশের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে জার্মানির সম্পর্কের কথা তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, “নেতাজির কন্যা জার্মানির নাগরিক। তাঁর সঙ্গে আমার দেখা হয়েছে।” পাশাপাশি, জার্মানির ফুটবল ঐতিহ্যের কথাও উল্লেখ করেন তিনি। জার্মান প্রতিনিধিদের উদ্দেশে বলেন, “আমাদের এই মহান দেশে নানা সম্প্রদায়, নানা ভাষা। আমরা একে অপরকে শ্রদ্ধা করি।”

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন