এই মুহূর্তে জেলা সফর করছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। প্রতিটা জেলাতেই প্রশাসনিক বৈঠক করছেন মুখ্য়মন্ত্রী। মালদার প্রশাসনিক বৈঠক থেকে রাজ্য়ের স্কুল শিক্ষা সচিব মনিশ জৈনকে স্কুল সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দেন মুখ্য়মন্ত্রী। যার মধ্য়ে রয়েছে রাজ্য়ের স্কুলগুলিতে এই মুহূর্তে করোনার কতটা প্রভাব, সেটা ক্ষতিয়ে দেখার জন্য় সমীক্ষার নির্দেশ।
কোভিডের কারণেই দীর্ঘদিন বন্ধ রাখা হয়েছিল রাজ্য়ের যাবতীয় স্কুল-কলেজ। প্রায় কুড়ি মাস পরে ফের আংশিক চালু হয়েছে স্কুল ও কলেজ ও বিশ্ববিদ্য়ালয়ের ক্লাস। ইতিমধ্য়েই কেটেছে প্রায় এক মাস সময়। আর এই সময়কালের মধ্য়ে রাজ্য়ের এই পঠনপাঠন কেন্দ্রগুলিতে করোনা নতুন করে ঠিক কতটা প্রভাব ফেলেছে বা ফেলতে সক্ষম হয়েছে, এবার সেটাই জানতে চাইলেন মুখ্য়মন্ত্রী।
মালদার প্রশাসনিক বৈঠক থেকে স্কুল শিক্ষা দফতরের সচিব মনিশ জৈনকে মুখ্য়মন্ত্রীর নির্দেশ, স্কুল খোলার পর কোনও পড়ুয়া অথবা শিক্ষক নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন কিনা এই বিষয়টিই সমীক্ষা করার নির্দেশ দেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়।
এর পাশাপাশি এদিনের এই বৈঠক থেকে স্কুল শিক্ষা সংক্রান্ত আরও বেশ কিছু নির্দেশ দিতে দেখা যায় মুখ্য়মন্ত্রীকে। মালদার গৌড়বঙ্গ বিশ্ববিদ্য়ালয়ের মানোন্নয়নের জন্য় রাজ্য়ের অন্য়ান্য় বিশ্ববিদ্য়ালয় গুলির সঙ্গে টাই আপ করার নির্দেশও দেন মুখ্য়মন্ত্রী।