৩০ ডিসেম্বর সন্দেশখালি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা: আগামী ৩০ ডিসেম্বর সন্দেশখালি সফরে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি একটি সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন। লোকসভা নির্বাচনের আগে তৃণমূল নেতা শেখ শাহজাহানের গ্রেপ্তারি ও পরবর্তী গণ আন্দোলনের পর সন্দেশখালিতে এটি তাঁর প্রথম সফর। বসিরহাট কেন্দ্রে তৃণমূলের জয়লাভের পর এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

নবান্নে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, “ভোটের আগে অনেকেই জিজ্ঞাসা করছিলেন, দিদি সন্দেশখালি যাবেন না? বলেছিলাম পরে যাব। আমি ৩০ ডিসেম্বর সন্দেশখালি যাব।” এই অনুষ্ঠানে অন্তত ১০০ জনকে সরকারি পরিষেবার নথি হাতে তুলে দেবেন তিনি।

সন্দেশখালির পর, মুখ্যমন্ত্রী আগামী ৬ জানুয়ারি গঙ্গাসাগর পরিদর্শনে যাবেন। মেলার আগে সেখানে যাবতীয় ব্যবস্থাপনা খতিয়ে দেখবেন তিনি। এরপর ৮ জানুয়ারি কলকাতার মিলেনিয়াম পার্কের উল্টোদিকে একটি মেলায় যোগ দেবেন। সেখান থেকে হাওড়া থেকে বেলুড় মঠ এবং দক্ষিণেশ্বরের জন্য ই-ভেসেলের উদ্বোধন করবেন তিনি।

তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগামী ১ জানুয়ারি রাজ্য জুড়ে মা মাটি মানুষ দিবস পালন করা হবে। ব্লকে ব্লকে রক্তদান শিবির আয়োজনের কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক