ফের একবার উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এবারের সফরে রয়েছে একাধিক কর্মসূচি। প্রাথমিকভাবে ঠিক রয়েছে রবিবার শিলিগুড়িতে একটি সভা করবেন মুখ্যমন্ত্রী। এরপর ২৯ মার্চ দার্জিলিং-এ সভার কর্মসূচি রয়েছে তাঁর। জানা গিয়েছে, শিলিগুড়ির সভা শেষে পাহাড়ে রওনা হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মে মাসে শিলিগুড়ি মহকুমা পরিষদে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন হবে। তার আগে এদিন মুখ্যমন্ত্রীর সভা হবে ওই এলাকায়।
মুখ্যমন্ত্রীর কাছে পাখির চোখ এখন ২০২৪ লোকসভা ভোট আর সেই ভোটের দিকে তাকিয়ে এখন থেকেই ধাপে ধাপে এগোনই মূল লক্ষ মমতার। দার্জিলিং পুরসভায় সদ্য জয়ী হামরো পার্টির নেতাদের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে পাহাড়ে এবার মাথা তোলা হামরো পার্টির সঙ্গে আলোচনা করাটা অত্যন্ত গুরুত্বপূর্ন বিষয় হয়ে উঠতে পারে।
তবে তার আগে বিমল গুরুঙের মোর্চা এবং অনিত থাপার দলের সঙ্গে সদ্য তৃণমূলে যোগ দেওয়া বিনয় তামাঙের মধ্যে দুরত্ব কমিয়ে আনাও এখন তৃণমুলের অন্যতম লক্ষ বলে মনে করছে রাজনৈতিক মহল।
দক্ষিণবঙ্গে তৃণমূল একচ্ছত্র আধিপত্য বিস্তার করলেও উত্তরবঙ্গে এখনও কিছুটা হলেও নড়বড়ে অবস্থায় রয়েছে তৃণমূল কংগ্রেস। যার ফায়দা তোলার চেষ্টা করছে বিজেপি। আর তাই এবার উত্তরবঙ্গে এখন তাঁর দলের লক্ষ, নিজেদের আভ্যন্তরীণ বিরোধীতা দূরে সরিয়ে পাহাড়ের বন্ধুভাবাপন্ন দলগুলিকে একসঙ্গে করা।
পাহাড়ে এখন আর জিটিএ চাইছে না অনেকেই। এরমধ্যে রয়েছে বেশ কিছু রাজনৈতিক দলও। ফলে আদৌ জিটিএ নির্বাচন হবে কিনা তা নিয়ে এবারের সফরে পাহাড়ের নেতাদের সঙ্গে আলোচনা হতে পারে বলেও জানা গিয়েছে। এছাড়া দীর্ঘদিন পাহাড়ে পঞ্চায়েত নির্বাচন করা হয়নি বলেও ক্ষোভ জমছে একাংশের মনে। তাই পঞ্চায়েত নির্বাচনটাও করে ফেলতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়।