কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

ডেস্ক: চাপে পড়েই তিন বিতর্কিত কৃষি আইন প্রত্যাহার করে নিল কেন্দ্র। কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। টুইটবার্তায় তিনি আন্দোলনকারী সকল কৃষককে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন তিনি। একইসঙ্গে আন্দোলনকারী যে সমস্ত কৃষকেরা প্রাণ হারিয়েছেন, তাদের প্রতিও সমবেদনা জানান মুখ্যমন্ত্রী।


প্রধানমন্ত্রীর কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণার পরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, কেন্দ্রের এই পদক্ষেপে জয় হয়েছে কৃষকদের। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইটবার্তায় তিনি লেখেন, “প্রত্যেক আন্দোলনকারী কৃষককে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি যারা কৃষি আইনের বিরুদ্ধে নিরন্তরভাবে লড়াই চালিয়েছেন এবং বিজেপির নৃশংসতার শিকার হয়েও দমে যাননি। এই জয় আপনাদের। একইসঙ্গে যারা এই যুদ্ধে প্রাণ হারিয়েছেন, তাদের প্রতি আমার সমবেদনা রইল।”

আরও পড়ুন : গুরু নানকের জন্মদিনে তিন কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা মোদীর


গুরু নানকের জন্মদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছেন, সংশোধিত তিনটি কৃষি আইনই প্রত্যাহার করে নিচ্ছে কেন্দ্রীয় সরকার৷ আগামী ২৯ নভেম্বর থেকে সংসদে অধিবেশন শুরু হলেই আইন প্রত্যাহারের সাংবিধানিক প্রক্রিয়া সরকার শুরু করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী৷

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক