দিল্লির ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৭। সেই সঙ্গে নিখোঁজের সংখ্যা প্রায় ৭০ ছুঁয়ে ফেলেছে। গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন অন্তত ১২জন। এছাড়াই আরও ৫০ জন দগ্ধ হয়েছেন বলে জানা গিয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
Extremely shocked and saddened by the sudden news of loss of a huge number of lives due to a tragic fire incident in Delhi today. Heart – felt condolences to the relatives of victims. Pray for quick recovery of the injured.
ভয়াবহ অগ্নিকাণ্ডে শোকপ্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন লিখেছেন, ‘দিল্লিতে মর্মান্তিক অগ্নিকাণ্ডের কারণে বিপুল সংখ্যক প্রাণহানির আকস্মিক খবরে অত্যন্ত মর্মাহত ও দুঃখিত। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’