আজ, বুধবার আলিপুরদুয়ারে প্রশাসনিক বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে জেলার সরকারি আধিকারিকদের পাশাপাশি তৃণমূলের নির্বাচিত প্রতিনিধিদেরও ডাকা হয়েছে। তৃণমূল এই আসনটি লোকসভা নির্বাচনে জিততে না পারলেও, বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল কিছুদিন আগেই শাসকদলে যোগ দিয়েছেন। তবে বর্তমানে আলিপুরদুয়ারে তৃণমূলের কোনও বিধায়ক নেই। ফলে আজকের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে জেলা নেতৃত্ব।
শাসকদলের একটি সূত্রের দাবি, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আলিপুরদুয়ারের প্রাক্তন বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা আজ তৃণমূলে যোগ দিতে পারেন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি তাঁকে টিকিট দেয়নি। ফলে আজকের প্রশাসনিক বৈঠক শুধু সরকারি কাজের সমন্বয়ের জন্য নয়, রাজনৈতিক দিক থেকেও তা বিশেষ তাৎপর্যপূর্ণ হতে চলেছে। সব নজর এখন আলিপুরদুয়ারের বৈঠকের দিকেই।