259
মে মাসের প্রথম সপ্তাহে মুর্শিদাবাদ সফরে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজেই জানিয়েছেন এই কথা।
সম্প্রতি সংশোধিত ওয়াকফ আইন ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদের বেশ কিছু এলাকা। পুলিশ গাড়ি জ্বালানো সহ ছড়িয়েছিল অশান্তির আগুন। এই পরিস্থিতিতে সোমবার মুর্শিদাবাদে যান বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি প্রশ্ন তোলেন, হিন্দুদের উপর অত্যাচারের অভিযোগ থাকলেও কেন এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রী সেখানে যাননি?
মঙ্গলবার মেদিনীপুর কলেজ মাঠে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন। সভা থেকে তিনি জানান, মে মাসের শুরুতেই মুর্শিদাবাদ যাচ্ছেন তিনি।