চাকরি হারানো গ্রুপ সি ও গ্রুপ ডি শিক্ষাকর্মীদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার নবান্ন থেকে ভার্চুয়াল বৈঠকে তিনি জানান, সরকার শীঘ্রই সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করবে এবং মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শিক্ষাকর্মীদের আর্থিক সাহায্য করা হবে।
গ্রুপ সি কর্মীরা প্রতি মাসে ২৫ হাজার টাকা এবং গ্রুপ ডি কর্মীরা ২০ হাজার টাকা করে ‘সোশ্যাল সিকিউরিটি স্কিম’-এর মাধ্যমে ভাতা পাবেন। পাশাপাশি, মুখ্যমন্ত্রী আশ্বাস দেন, আদালত কাজের অনুমতি না দিলে সরকার আইনি পথে বিকল্প ব্যবস্থা খুঁজবে।
২০১৬ সালের এসএসসি প্যানেল বাতিলের পর শিক্ষাকর্মীদের বেতন এপ্রিল থেকে বন্ধ হয়ে যাচ্ছে। সেই পরিস্থিতিতে সরকারের এই সিদ্ধান্তে কিছুটা স্বস্তি পেয়েছেন চাকরিহারা কর্মীরা। মমতা জানান, “চটজলদি সিদ্ধান্ত না নিয়ে আইনি পরামর্শ নিয়েই পরবর্তী পদক্ষেপ করা হবে।”