প্রথম পাতা খবর রাজ্যের চিকিৎসকদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক সোমবার

রাজ্যের চিকিৎসকদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক সোমবার

201 views
A+A-
Reset

রাজ্যের চিকিৎসা ব্যবস্থা নিয়ে সোমবার চিকিৎসকদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘চিকিৎসার অপর নাম সেবা’— এই স্লোগানকে সামনে রেখে ধনধান্য সভাগৃহে হবে এই বৈঠক। আর জি কর-কাণ্ডের পর এটি প্রথম গুরুত্বপূর্ণ বৈঠক, যা সরকারি ও বেসরকারি চিকিৎসকদের সঙ্গে আলোচনার দিক থেকে তাৎপর্যপূর্ণ।

সূত্রের খবর, রাজ্যের চিকিৎসা পরিকাঠামোর ঘাটতি, পোস্টিংয়ে স্বচ্ছতার অভাব, মেডিক্যাল কলেজগুলোর পরিকাঠামো ও নিরাপত্তার মতো বিষয় বৈঠকে উঠতে পারে। রাজ্যের গ্রিভান্স অ্যান্ড রিড্রেসাল কমিটি ইতিমধ্যেই বিভিন্ন জেলা ঘুরে চিকিৎসকদের সমস্যার কথা শুনেছে এবং বেশ কিছু সুপারিশ মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়েছে।

বৈঠকের আগে ‘ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টর্স’ মুখ্যমন্ত্রীকে একটি চিঠি দিয়েছে, যেখানে ৪০ শতাংশ চিকিৎসকের পদ শূন্য এবং সহযোগী কর্মীদের ৭০ শতাংশ পদ ফাঁকা থাকার কথা উল্লেখ করা হয়েছে। এছাড়া ওষুধ ও যন্ত্রপাতির গুণমান, পদোন্নতি, নির্বাচিত ছাত্র ইউনিয়ন গঠন, এবং স্বাস্থ্য ক্ষেত্রে নিরাপত্তার দাবি জানানো হয়েছে। তবে, কোনও চিকিৎসক সংগঠনকে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি বলে জানা গেছে।

বৈঠক শেষে মুখ্যমন্ত্রী কী বার্তা দেন, সে দিকেই তাকিয়ে চিকিৎসক মহল।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.