উত্তরবঙ্গ ও পার্শ্ববর্তী সিকিমে দুর্যোগের আবহে বুধবার শিলিগুড়ির উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে টানা বৃষ্টি ও সিকিমে ধসের মধ্যে মুখ্যমন্ত্রী প্রশাসনকে কড়া নির্দেশ দিলেন—বর্ষার আগেই তৈরি থাকতে হবে, দুর্যোগ রোখার জন্য সবরকম ব্যবস্থা নিতে হবে।
উন্নয়ন মূলক কাজকর্ম বর্ষার আগেই শেষ করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বর্ষার আগেই কাজ শেষ করতে হবে, নইলে কাজও ধুয়ে যাবে, টাকাও ধুয়ে যাবে।
ভুটানের বাঁধ থেকে জল ছাড়া হলে বন্যা পরিস্থিতি তৈরি হয়—এই বিষয়টি উল্লেখ করে মমতা কেন্দ্রকে বন্যা মোকাবিলায় সহযোগিতা না করার অভিযোগও তুলেছেন।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দিনেও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নদীগুলির জলস্তর বাড়ছে, তিস্তা সহ বিভিন্ন নদী বিপদসীমার কাছাকাছি। ফলে আগে থেকেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
প্রাকৃতিক দুর্যোগে বন্যপ্রানীদের যাতে খাবারের সমস্যা না হয়, সেদিকেও নজর রাখতে বলেছেন মমতা। গোটা রাজ্যেই প্রশাসনকে সতর্ক থাকতে বলার পাশাপাশি, বন্যা প্রতিরোধে আগাম কাজ দ্রুত শেষ করার বার্তাও দিয়েছেন তিনি।