এ বছরের শারদোৎসবকে সামনে রেখে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আজ অনুষ্ঠিত হতে চলেছে রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ সমন্বয় বৈঠক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই বৈঠকে থাকবেন রাজ্য প্রশাসনের শীর্ষকর্তা ও বিভিন্ন পরিষেবা সংস্থার প্রতিনিধিরা। সঙ্গে থাকবেন রাজ্যের বহু পুজো কমিটির উদ্যোক্তারাও।
প্রতি বছরের মতো এবারও বৈঠকে পুজো কমিটিগুলিকে সরকারি অনুদান ঘোষণার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী পরিবেশবান্ধব পুজো, শব্দদূষণ নিয়ন্ত্রণ, ট্রাফিক ও ভিড় সামলানো, এবং সর্বজনীন সম্প্রীতির বার্তা দিয়ে নানা নির্দেশ দিতে পারেন।
বৈঠকের বিশেষ আকর্ষণ— হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ-সহ বিভিন্ন সম্প্রদায়ের দু’জন করে প্রতিনিধি বৈঠকে উপস্থিত থাকবেন। সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে এই সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর তরফ থেকেই নেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর।
বিদ্যুৎ, পানীয় জল, স্বাস্থ্য পরিষেবা ও নিরাপত্তা— এই চারটি ক্ষেত্র যাতে পুজোর সময় কোনও ঘাটতি না থাকে, তা নিশ্চিত করতেই এই বৈঠক। কলকাতা, শহরতলি থেকে শুরু করে জেলার পুজো কমিটিগুলিকেও প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে চলার বার্তা দেওয়া হবে।
দীর্ঘদিন ধরেই মুখ্যমন্ত্রী দুর্গাপুজোকে ঘিরে রাজ্যে সামাজিক ও সাংস্কৃতিক আবহ তৈরি করেছেন। পিঙ্ক পুলিশ থেকে শুরু করে হাসপাতালের বিশেষ প্রস্তুতি, ট্রাফিক ব্যবস্থাপনা— সবদিকেই নজর থাকে সরকারের। আগামী বছর বিধানসভা নির্বাচন থাকায় এ বার পুজো কমিটিগুলির জন্য অতিরিক্ত কিছু ঘোষণা হওয়ার আশায় রয়েছেন উদ্যোক্তারা।