ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধাবস্থা ক্রমেই প্রকট হচ্ছে। সীমান্তে সংঘাত, প্রত্যাঘাতের আবহে পশ্চিমবঙ্গবাসীর জন্য বিশেষ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিকেলে নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “এই পরিস্থিতির সুযোগে কেউ যেন বাজারে কৃত্রিম সংকট তৈরি না করে। জিনিসপত্রের দাম যেন হঠাৎ বাড়ানো না হয়। সরকার কিন্তু নজর রাখছে। কালোবাজারি বরদাস্ত করা হবে না।”
তিনি আরও বলেন, “সীমান্তের বাইরে সমস্যা হলেও, তার প্রভাব এ রাজ্যেও পড়তে পারে। তাই সবাইকে সাবধান থাকতে হবে। নিজেদের ভাণ্ডার প্রস্তুত রাখুন। কেউ যেন খাদ্যসামগ্রী বাইরে পাচার না করে। আগেরবার নিষেধ করেও আলু বাইরে পাঠানো হয়েছিল। এবার কড়া নজর রাখা হচ্ছে।”
মুখ্যমন্ত্রী জানান, আলু, পিঁয়াজ, আদা, রসুন— সব কিছুর দাম আপাতত নিয়ন্ত্রণে। তা যেন বজায় থাকে। বাজারদর নিয়ন্ত্রণে রাখতে সরকারের টাস্ক ফোর্স নিয়মিত অভিযান চালাবে।
এদিন মুখ্যমন্ত্রী ‘সুফল বাংলা’ স্টলের ভূয়সী প্রশংসা করেন। জানান, এসব স্টলে সবজির দাম কিছুটা কম থাকে বলেই মানুষের উপকার হচ্ছে। আরও ১০০টি নতুন স্টল খোলা হবে বলেও জানান তিনি।
যুদ্ধ পরিস্থিতির আবহে জনসাধারণের স্বার্থে রাজ্য সরকার সবসময় সতর্ক, সেই বার্তাই স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী।