কলকাতা: মুখ্যসচিব মনোজ পন্থ সোমবার স্বাস্থ্যভবনে আইএমএ-সহ বিভিন্ন চিকিৎসক সংগঠনগুলিকে, বৈঠকে ডাকলেন। সরকারের এই উদ্যোগ অচলাবস্থা কাটানোর উদ্দেশ্য রয়েছে বলে মনে করা হচ্ছে।
সূত্রের খবর, চিকিৎসক সংগঠনগুলিকে ইমেল করে জানানো হয়েছে যে, বৈঠকে প্রতি সংগঠন থেকে ২ জন প্রতিনিধি উপস্থিত থাকতে পারবেন। বৈঠকটি দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠিত হবে। এর পাশাপাশি, জুনিয়র চিকিৎসকদের সংগঠনকেও মুখ্যসচিব মেল পাঠিয়েছেন।
মঙ্গলবার পুজো কার্নিভালের দিন ‘দ্রোহের কার্নিভালে’ অংশগ্রহণের ডাক দেওয়া হয়েছে আন্দোলনকারীদের তরফ থেকে। তবে মুখ্যসচিব অনুরোধ জানিয়েছেন, এই কর্মসূচি থেকে বিরত থাকার জন্য।
বৈঠকে কারা অংশগ্রহণ করবেন তা এখনও নিশ্চিত নয়, তবে সংগঠনগুলির প্রতিনিধিদের নাম আগে মেল করে জানাতে বলা হয়েছে। স্বাস্থ্যবভনের এই বৈঠক নিয়ে সব মহলেই আগ্রহ তৈরি হয়েছে।