‘অনশন প্রত্যাহার করো’, জুনিয়র ডাক্তারদের ফোনে বার্তা মমতার, সোমবার বৈঠক নবান্নে

কলকাতা: শনিবার দুপুরে ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের অনশনমঞ্চে পৌঁছে গেলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। অনশনরতদের সঙ্গে ফোনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলিয়ে দেন তিনি। মুখ্যমন্ত্রী অনশন প্রত্যাহারের বার্তা দেন এবং আলোচনায় বসার অনুরোধ জানান।

ফোনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘অনশন তুলতে অনুরোধ করছি। আলোচনায় বসো। আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করছি। প্রায় সব দাবি পূরণ হয়েছে। আরও ৩-৪ মাস সময় দাও, হাসপাতালগুলিতে নির্বাচন করাব। দয়া করে অনশন প্রত্যাহার করো এবং কাজে যোগ দাও।’’

আলোচনার জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের প্রস্তাব দেন আন্দোলনকারীরা। সেই প্রস্তাবে সাড়া দিয়ে আগামী সোমবার বিকেল ৫টায় নবান্নে আলোচনার সময় নির্ধারণ করা হয়েছে। তবে মুখ্যমন্ত্রী অনুরোধ করেছেন যে, আন্দোলনকারীদের পক্ষ থেকে ১০ জনের বেশি প্রতিনিধি যেন নবান্নে না যান।

মুখ্যমন্ত্রী আরও বলেন, তিনি মানবিকতার পক্ষে, এবং বিচার চান। কিন্তু হাসপাতালে সাধারণ মানুষের পরিষেবা ব্যাহত হলে তারা কোথায় যাবেন, সেই প্রশ্নও তোলেন। আদালতে মামলার প্রক্রিয়া চলছে এবং মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, তিনি যথাসাধ্য চেষ্টা করবেন।

প্রসঙ্গত, জুনিয়র ডাক্তাররা গতকালই রাজ্য প্রশাসনের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে জানান, আগামী সোমবারের মধ্যে তাঁদের ১০ দফা দাবি পূরণ না হলে মঙ্গলবার থেকে ধর্মঘটের পথে হাঁটবেন তাঁরা।

Related posts

১ অক্টোবর থেকে আধার আপডেটের খরচ বাড়ছে ২৫-৫০%! দেখে নিন নতুন হারে কত লাগবে

চতুর্থীর সন্ধ্যায় অভিষেকের সঙ্গে দীর্ঘ বৈঠক, তৃণমূলে সক্রিয় হওয়ার বার্তা শোভন চট্টোপাধ্যায়ের

মুখ্যমন্ত্রীর দাবি মেনে অবশেষে ক্ষতিপূরণ দিল সিইএসসি ! মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা সাহায্যের ঘোষণা