প্রথম পাতা খবর আজ বড়দিন, সেজে উঠেছে কলকাতা থেকে রাজ্যের নানা প্রান্ত

আজ বড়দিন, সেজে উঠেছে কলকাতা থেকে রাজ্যের নানা প্রান্ত

300 views
A+A-
Reset

কলকাতা: একে বড়দিন। তার উপর আজ রবিবার। প্রভু যিশুর জন্মদিন। উৎসব মুখর মানুষ। গতকাল রাত থেকেই পার্ক স্ট্রিট-সহ শহরের বিভিন্ন জায়গায় ঘুরতে আসেন বহু মানুষ। কলকাতা থেকে জেলা, ক্রিসমাস কার্নিভাল উপলক্ষ্যে সেজে উঠেছে রাজ্যের নানা প্রান্ত। 

কলকাতা পুলিশের তরফে বড় দিন উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। সিসিটিভি, ওয়াচ টাওয়ারের পাশাপাশি মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ। সবমিলিয়ে কড়া নিরাপত্তা বলয় পার্ক স্ট্রিটে। জেলাতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বড়দিন উপলক্ষ্যে চার্চগুলিতে ভিড় জমান অসংখ্য মানুষ। সাজিয়ে তোলা হয়েছে সমস্ত চার্চের মূল ফটক থেকে গোটা ভবন। রঙিন আলোরও ব্যবস্থা করা হয় গোটা চত্বর জুড়ে। পরিবারের সকলে সুস্থ থাকার কামনাতেই ভিড় জমান দর্শনার্থীরা।

শীতের মরশুমে বড়দিনের ছুটির দিনে পর্যটকদের গন্তব্য রাজ্যের বিভিন্ন পর্যটন কেন্দ্রে। সাগর, পাহাড় থেকে নদিয়া অথবা মুর্শিদাবাদের দর্শনীয় স্থানের পাশাপাশি ছোট-বড় পিকনিক স্পটেও ভিড় চোখে পড়ার মতোই।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.