উপচে পড়া ভিড় পার্ক স্ট্রিটে, বড়দিনের আলোর রোশনাইয়ে মিশছে জনসমুদ্র

আলোর মালায় সেজে উঠেছে পার্ক স্ট্রিট। ছবি: রাজীব বসু

কলকাতা: ২৪ ডিসেম্বর রাতে কাতারে কাতারে মানুষ ভিড় জমিয়েছিলেন পার্ক স্ট্রিট, বো ব্যারাক-সহ শহরের জনপ্রিয় উদ্দেশ্যগুলিতে। সোমবার অন্যান্য বছরের মতোই বড়দিনে শহর জুড়ে উৎসবের আবহ।

বড়দিনে অপ্রীতিকর ঘটনা এড়াতে শহর জুড়ে রয়েছে কড়া নিরাপত্তাও। পার্ক স্ট্রিটের নানা প্রান্তে আলোর মালায় সাজিয়ে তোলা হয়েছে। তার মধ্যেই চলছে সেলফি তোলা। জেলা থেকেও মানুষ এখানে এসে ভিড় করেছেন। পুলিশ-প্রশাসন যথেষ্ট তৎপর। ব্যারিকেড করে যান নিয়ন্ত্রণ করা হচ্ছে।

মেট্রো স্টেশন থেকে চতুষ্পদী মোড়, ট্রিঙ্কাস, দ্য পার্ক, অক্সফোর্ডের পাশ দিয়ে ভিড় ঠেলে মিছিল চলে যাচ্ছে অ্যালেন পার্ক পর্যন্ত। এবারেও পার্ক স্ট্রিটে রেকর্ড ভিড় হতে পারে বলে মনে করছেন সকলে।

আলোকসজ্জায় এখন শুধুই উৎসবের মেজাজ। ছোট থেকে বড় সকলে আনন্দে মাতোয়ারা হয়ে নেমে পড়েছেন। বড়দিন থেকে নিউ ইয়ার পর্যন্ত আলোর রোশনাইয়ে এভাবেই দেখা যাবে কলকাতার পার্ক স্ট্রিটকে।

Related posts

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?