প্রথম পাতা খবর ফের শান্তিকুঞ্জের সামনে হাজির সিআইডির প্রতিনিধিদল, ভিডিওগ্রাফি করলেন তদন্তকারীরা

ফের শান্তিকুঞ্জের সামনে হাজির সিআইডির প্রতিনিধিদল, ভিডিওগ্রাফি করলেন তদন্তকারীরা

476 views
A+A-
Reset

ডেস্ক: ফের শান্তিকুঞ্জের সামনে হাজির সিআইডির প্রতিনিধিদল। গুলিবিদ্ধ হয়ে মৃত দেহরক্ষী শুভব্রত চক্রবর্তী কি আত্মঘাতী হয়েছিলেন? নাকি তাঁর মৃত্যুর পিছনে রয়েছে অন্য কোনও রহস্য। তা খতিয়ে দেখতেই বারবার কাঁথিতে যাচ্ছেন গোয়েন্দা অফিসারেরা।শনিবার কাঁথিতে শুভেন্দুর বাড়ি ‘শান্তিকুঞ্জ’–এর বিপরীতে অবস্থিত বাড়িতে যান তদন্তকারী দল। কারণ ওই বাড়িতেই থাকেন নিরাপত্তাররক্ষীরা। এমনকী আবাসস্থলের ভিডিওগ্রাফি করেন তদন্তকারীরা। তাঁদের সঙ্গে ছিলেন শুভেন্দু অধিকারীর ভাই তথা তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী। 


জানা গিয়েছে, শনিবার সকালে পুলিশ ব্যারাকে ঢুকে চারপাশ খতিয়ে দেখে সিআইডির এই টিম। ঘটনার পুনর্নির্মান করার চেষ্টাও করেন তাঁরা। ঘটনাস্থলে যান চার জনের প্রতিনিধি দল। শুধু পুলিশ ব্যারাক নয়, গোটা এলাকার ছবিও এ দিন তুলে নিয়ে যান তদন্তকারীরা। এ দিন তদন্তের সময় আধিকারিকদের সঙ্গে উপস্থিত ছিলেন শুভেন্দুর ভাই দিব্যেন্দু অধিকারী। তিনি আধিকারিকদের সহযোগিতা করেন।

আরও পড়ুন: ১ অক্টোবরের মধ্যে শুরু করতে হবে নয়া শিক্ষাবর্ষ, নির্দেশিকা জারি ইউজিসির


গত ১৪ জুলাই বুধবার প্রথম সেখানে যান সিআইডি আধিকারিকরা।গত বৃহস্পতিবার বিকেলে তমলুকের মানিকতলা জেলা পুলিশ লাইনে গিয়েছিলেন তদন্তকারীরা। সে দিনও প্রতিনিধি দলে ছিলেন ৪ তদন্তকারী। পুলিশ লাইনে থাকা মোট ১১ জন শুভব্রতের তৎকালীন সহকর্মীকে জিজ্ঞাসাবাদ করেন সিআইডি দলের প্রতিনিধিরা।  আবার আজ গেলেন। ফলে স্নায়ুর চাপ বাড়ছে অধিকারী পরিবারের। শুভব্রত যে ঘরে থাকতেন সেখানেও তাঁরা খুঁটিয়ে পরীক্ষা করেন। প্রায় দেড় ঘণ্টা ওই বাড়িটি ঘুরে দেখেন। 

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.