হুগলির হিন্দমোটরের দেবাইপুকুরে প্রাক্তন সাঁতারু তথা প্রাক্তন সাংসদ বুলা চৌধুরীর আদি বাড়ি থেকে পদ্মশ্রী-সহ একাধিক মেডেল ও স্মারক চুরির ঘটনায় তোলপাড়। ইতিমধ্যেই তদন্তে নেমেছে সিআইডি। শুক্রবার সকালে সিআইডি আধিকারিক ও ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞরা ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেন।
প্রাথমিক অনুমান, চুরির পিছনে স্থানীয় দুষ্কৃতীদের হাত রয়েছে। বাড়িটি দীর্ঘদিন ফাঁকা থাকে জেনেই দুষ্কৃতীরা সুযোগ নেয়। স্বাধীনতা দিবসের ছুটিতে বাড়ি দেখতে আসেন বুলার ভাই মিলন চৌধুরী। তখনই তিনি দেখেন বাড়ির পিছনের গেট ভাঙা, ঘর লণ্ডভণ্ড, পদ্মশ্রী-সহ বহু পুরস্কার ও মেডেল উধাও। এছাড়া বাথরুমের কল, ঠাকুরঘরের সামগ্রী ও নগদও খোয়া যায়। সঙ্গে সঙ্গে উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়।
চুরির খবর শুনে কলকাতা থেকে উত্তরপাড়ায় আসেন বুলা চৌধুরী। কান্নায় ভেঙে পড়ে তিনি বলেন, “মেডেলগুলো বিক্রি করে কোনও দাম পাবে না। এগুলো আমার কেরিয়ারের স্মৃতি, জীবনের প্রাপ্তি।” তিনি আরও অভিযোগ করেন, এর আগেও এই বাড়িতে চুরি হয়েছিল, কিন্তু সঠিক তদন্ত হয়নি।
এদিকে ঘটনার তদন্ত শুরু করেছে সিআইডি। শনিবার উত্তরপাড়া থানার আইসি অমিতাভ সান্যাল, এসিপি আলি রাজা ও ডিসিপি অর্ণব বিশ্বাস ঘটনাস্থলে যান। পুলিশ সূত্রে খবর, কয়েকজন পরিচিত দুষ্কৃতীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।