ডেস্ক: প্রাক্তন দেহরক্ষীর রহস্যমৃত্যুর ঘটনায় শুভেন্দু অধিকারীকে তলব করল সিআইডি। সূত্রের খবর, আগামী সোমবার সকাল ১১ টায় বিধানসভার বিরোধী দলনেতাকে ভবানী ভবনে ডেকে পাঠানো হয়েছে। তবে শুভেন্দু এই তলবের চিঠি পেয়েছেন কি না, বা আদৌ তিনি সিআইডি-র ডাকে সাড়া দেবেন কি না, সেটা এখনও জানা যায়নি।
সূত্রের খবর, সিআইডির নোটিশে জানানো হয়েছে যে যেহেতু শুভেন্দুর দেহরক্ষী ছিলেন শুভব্রত, তাই তাঁর বিষয়ে কিছু তথ্য সংগ্রহের জন্য বিধানসভার বিরোধী দলনেতাকে তলব করা হয়েছে। শুভব্রত আত্মঘাতী হয়েছেন বলে যে দাবি করা হয়েচিল, সেই সংক্রান্ত বিষয়ে তথ্য জানা হতে পারে বলে সূত্রের খবর।এই মামলায় ইতিমধ্যেই বেশ কয়েকজনকে জেরা করেছেন তদন্তকারীরা। তাঁদের বয়ানের ভিত্তিতে শুভেন্দুকে ডাকা হল বলে সিআইডি সূত্রের খবর।
আরও পড়ুন: বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন দক্ষিণ দিনাজপুরের কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়
ঘটনাটি ২০১৮ সালের। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছিল রাজ্যের তৎকালীন মন্ত্রী তথা বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দেহরক্ষী শুভব্রত চক্রবর্তীর। তিন বছর পর গত জুলাই মাসে তদন্তের দাবি তুলে এফআইআর দায়ের করেন শুভেন্দুর প্রাক্তন দেহরক্ষীর স্ত্রী সুপর্ণা কাঞ্জিলাল চক্রবর্তী। কীভাবে এই ঘটনা ঘটল? সেই প্রশ্ন তুলে, সঠিক তদন্তের দাবিতে এফআইআর করেন নিহত দেহরক্ষীর স্ত্রী।