কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ারদের দক্ষতা বাড়াতে এবার শুরু হচ্ছে ২১ দিনের বিশেষ প্রশিক্ষণ।
প্রথম দফার এই নন-রেসিডেনসিয়াল প্রশিক্ষণ শিবির শুরু হবে আগামী ৪ নভেম্বর, যেখানে ১৬০ জন সিভিক ভলান্টিয়ারকে কলকাতা পুলিশের ট্রেনিং স্কুলে প্রশিক্ষণ দেওয়া হবে।
২৮ অক্টোবরের মধ্যে প্রথম দফার প্রশিক্ষণার্থীদের নামের তালিকা জমা দিতে হবে, বলে লালবাজার সূত্রে জানা গিয়েছে। ধাপে ধাপে সকল সিভিক ভলান্টিয়ারদেরই এই প্রশিক্ষণের আওতায় আনা হবে বলে জানানো হয়েছে।
সাম্প্রতিক আরজি কর কাণ্ডে সিভিক ভলান্টিয়ারদের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠার পরই প্রশাসন এই প্রশিক্ষণ শিবিরের উদ্যোগ নিয়েছে বলে মনে করা হচ্ছে। একাধিক অভিযোগ এবং সুপ্রিম কোর্টের নির্দেশনার পরিপ্রেক্ষিতে সংবেদনশীল স্থানগুলোতে সিভিকদের নিয়োগ নিয়ে বিতর্ক বাড়ছে। তাই সিভিক ভলান্টিয়ারদের ভূমিকা আরও উন্নত করতে এই প্রশিক্ষণ শিবির গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছে রাজনৈতিক মহল।